Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
একজন প্রতিবন্ধীর সাফল্যের কথা।
Attachments

 

মোঃ শাহরিয়া পারভেজ (বিটু)

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার বাসিন্দা মোঃ শাহরিয়া পারভেজ (বিটু), পিতাঃ সুলতান নবী তরফদার। একজন শরীরিক প্রতিবন্ধী পিতা মাতার অনুগ্রহে আস্তে আস্তে বড় হয় কিন্তু হাতাশা তার জীবন নিয়ে এক পর্যায়ে পরিচিত হয় পৌরসমাজ কর্মী মোহাঃ এনামুল হক এর সাথে। জানতে পারে প্রতিবন্ধীদের জন্য দেওয়া সরকারী সুযোগ সুবিধার কথা। পৌর সমাজকর্মীর সহযোগীতায় প্রথমে সে ১০,০০০/-(দশ হাজার) টাকা প্রতিবন্ধী ক্ষুদ্রঋন গ্রহণ করেন। গরু পালন শুরু করেন। বৎসরের মধ্যে ঋণ পরিশোধ করে। পুনরায় ঋণ গ্রহণ করেন। আস্তে আস্তে কিছু পুজি বৃদ্ধি পেলে ডিজেল তৈল ও মবিল ব্যবসা শুরু করে। পর্যায়ক্রমে তার ব্যবসায় উন্নতি হয়। ব্যবসায় তার বড় ভাই সহযোগীতা করে। বর্তমানে তার দোকান সংখ্যা 3টি। সে গ্যাসের চুলা, সিলিন্ডার, ডিজেল, মবিল, কেরসিন ইত্যাদি ব্যবসা করে। তার পুজি এখন প্রায় 20 লক্ষ। অতি সম্প্রতি সে একটি জেল বাহি ট্যাঙ্ক তৈরি করেছেন। সে একজন আত্ম  বিশ্বাসী প্রতিবন্ধী। তার সাফল্যে অন্যান্য অনেক প্রতিবন্ধীরা অনুপ্রাণিত হয়েছে। সে সমাজসেবা অধিদফতরে ও সরকারের প্রতি কৃতজ্ঞ।